রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / সরকারের উন্নয়ন অগ্রযাত্রা তুলে ধরে
নাটোর-৪ আসনে আওয়ামীলীগের এমপি মনোনয়ন প্রত্যাশী প্রার্থীর মতবিনিময় সভা

সরকারের উন্নয়ন অগ্রযাত্রা তুলে ধরে
নাটোর-৪ আসনে আওয়ামীলীগের এমপি মনোনয়ন প্রত্যাশী প্রার্থীর মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক:
স্মাট বাংলাদেশ গড়া লক্ষ্যে বর্তমান সরকারের উন্নয়ন অগ্রযাত্রা তুলে ধরে নাটোরের গুরুদাসপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৪ আসনে আওয়ামী লীগের দলীয় এমপি মনোনয়ন প্রত্যাশী প্রার্থী বনপাড়া পৌরসভার তিনবারের মেয়র কে.এম জাকির হোসেন।

আজকেই দুপুরে গুরুদাসপুর পৌরসদরের চাঁচকৈড় বাজারস্থ সাথী রান্নাঘরের দ্বিতীয় তলায় এই মতবিনিময় সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্যে তিনি বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরেন। আগামীতে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশরতœ জননেত্রী শেখ হাসিনার নৌকা মার্কা প্রতিকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান। পরে তিনি সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন চেয়ে নিজের এমপি প্রার্থিতা ঘোষণা দেন। দলীয় কার্যক্রমে তাঁর সকল অবদান ও প্রায়াত বাবা মরহুম বীরমুক্তিযোদ্ধা আইনুল হকের সকল অতীত অবদান তুলে ধরেন। বাবার উত্তরসুরী হিসেবে দল থেকে এমপি মনোনয়ন পেতে জোর দাবি জানান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট তিনি। এসময় গুরুদাসপুর উপজেলার সকল গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে এ আসনের প্রায়াত সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুসের কবর জিয়ারত করতে তাঁর জন্মভূমি বিলষাতে যান তিনি। সেখানে তাঁর কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে আতœার মাগফিরাত কামনায় বিশেষ মুনাজাত করেন তিনি।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …