সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / সরকারী গাছ কাটার প্রতিবাদ করায় মুক্তিযোদ্ধাকে আ’লীগ নেতার হুমকি!

সরকারী গাছ কাটার প্রতিবাদ করায় মুক্তিযোদ্ধাকে আ’লীগ নেতার হুমকি!

নিজস্ব প্রতিবেদকঃ
নাটোরে সরকারী দুটি শিশু গাছসহ তিনটি গাছ কেটে নেয়ার প্রতিবাদ করায় এক মুক্তিযোদ্ধাকে প্রাণ নাশের হুমকি দিয়েছে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন। সোমবার ভোরে নাটোর সদর উপজেলার ছাতনী ইউনিয়নের তেলকুপি পুরানপাড়া এলাকা থেকে সরকারী এই গাছগুলি কেটে নেন নাসির উদ্দিন। এঘটনার প্রতিবাদ করলে মুক্তিযোদ্ধা রমজান আলীকে অকথ্য ভাষায় গালাগালী ও প্রাণ নাশের হুমকি দেন নাসির উদ্দিন। সংবাদ পেয়ে নাটোরের সহকারী কমিশনার(ভূমি) ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এলাকাবাসী ও মুক্তিযোদ্ধা রমজান আলী জানান, তেলকুপি পুরানপাড়া এলাকায় একটি জলার ধার থেকে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও একই গ্রামের মৃত বাহার উদ্দিনের ছেলে নাসির উদ্দিন(৩৮) সরকারী দুটি শিশু গাছ ও একটি খেজুর গাছ কেটে ফেলেন। একটি শিশু গাছ নাসির উদ্দিন নিয়ে চলে যান। বাকী গাছ নেওয়ার সময় মুক্তিযোদ্ধা রমজান আলীসহ এলাকাবাসী বাধা দিলে তিনি ক্ষিপ্ত হয়ে রমজান আলীর প্রাণ নাশের হুমকি দেন। সংবাদ পেয়ে নাটোরের সহকারী কমিশিনার (ভূমি) আবু হাসান পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। এসময় নাসির আলী সেখান থেকে পালিয়ে যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সহকারী কমিশনার ভূমি আবু হাসান বলেন, যতবড় ক্ষমতাশীলই হোক না কেন, কাউকে ছাড় দেয়া হবে না। সরকারী গাছ কাটার অভিযোগে নাসির উদ্দিনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে জানান আবু হাসান।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …