স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশের সব সরকারি হাসপাতালে গর্ভবতী মায়েদের জন্য ২৪ ঘন্টা ডেলিভারি সুবিধার উদ্যোগ নেয়া হবে।
গতকাল রোববার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘বিশ্ব প্রিম্যাচুরিটি দিবস-২০১৯’ উপলক্ষে আয়োজিত সম্মেলনে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, এসডিজি লক্ষ্যমাত্রা অনুযায়ী আমাদের ২০৩০ সালের মধ্যে অপরিণত শিশু মৃত্যুহারের লক্ষ্যমাত্রা ১২ জন নির্ধারণ করা হয়েছে।
স্বাস্থ্যসেবা খাতের সবাই সঠিকভাবে কাজ করলে এ পরিণত শিশু মৃত্যুহারের লক্ষ্যমাত্রা আগামী ২ বছরেই অর্জন সম্ভব। এক্ষেত্রে দেশের সব সরকারি হাসপাতালেই গর্ভবতী মায়েদের জন্য ২৪ ঘন্টা ডেলিভারি সুবিধা রাখা হবে।
স্বাস্থ্য বিভাগের সচিব মো. আসাদুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের মহাপরিচালক আলম আরা বেগম, পরিকল্পনা শাখার যুগ্ম প্রধান ডা. আ এ মো. মহিউদ্দিন ওসমানী, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ড. বার্দন জাং রানা, ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি তমু হজুমি, ইউএসএইডের প্রতিনিধি জারসাস সিধা। স্বাগত বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদফতরের এমএনসি বিভাগের লাইন ডাইরেক্টর শামসুল হক।