সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জাতীয় / সরকারি হাসপাতালে ২৪ ঘন্টা ডেলিভারি সুবিধা: স্বাস্থ্যমন্ত্রী

সরকারি হাসপাতালে ২৪ ঘন্টা ডেলিভারি সুবিধা: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশের সব সরকারি হাসপাতালে গর্ভবতী মায়েদের জন্য ২৪ ঘন্টা ডেলিভারি সুবিধার উদ্যোগ নেয়া হবে।

গতকাল রোববার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘বিশ্ব প্রিম্যাচুরিটি দিবস-২০১৯’ উপলক্ষে আয়োজিত সম্মেলনে তিনি এ কথা বলেন। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এসডিজি লক্ষ্যমাত্রা অনুযায়ী আমাদের ২০৩০ সালের মধ্যে অপরিণত শিশু মৃত্যুহারের লক্ষ্যমাত্রা ১২ জন নির্ধারণ করা হয়েছে। 

স্বাস্থ্যসেবা খাতের সবাই সঠিকভাবে কাজ করলে এ পরিণত শিশু মৃত্যুহারের লক্ষ্যমাত্রা আগামী ২ বছরেই অর্জন সম্ভব। এক্ষেত্রে দেশের সব সরকারি হাসপাতালেই গর্ভবতী মায়েদের জন্য ২৪ ঘন্টা ডেলিভারি সুবিধা রাখা হবে।

স্বাস্থ্য বিভাগের সচিব মো. আসাদুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের মহাপরিচালক আলম আরা বেগম, পরিকল্পনা শাখার যুগ্ম প্রধান ডা. আ এ মো. মহিউদ্দিন ওসমানী, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ড. বার্দন জাং রানা, ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি তমু হজুমি, ইউএসএইডের প্রতিনিধি জারসাস সিধা। স্বাগত বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদফতরের এমএনসি বিভাগের লাইন ডাইরেক্টর শামসুল হক।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …