বুধবার , জানুয়ারি ১৫ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের উপর ন্যাক্কারজনক হামলার

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের উপর ন্যাক্কারজনক হামলার

নিজস্ব প্রতিবেদক:

মানববন্ধন ও স্মারকলিপি প্রদান নাটোর প্রতিনিধি প্রকল্প থেকে আগত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও একডেমিক সুপারভাইজাদের কর্তৃক সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে এবং শিক্ষকগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় পূর্ণ দিবস কর্মবিরতি, মানববন্ধন ও স্মারক লিপি প্রদান করেছেন নাটোরে কর্মরত সরকারি বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ। আজ ১৮ সেপ্টেম্বর বুধবার দুপুর বারোটার দিকে নাটোর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করেন তারা। মানববন্ধন চলাকালে বক্তব্য সহকারী শিক্ষকগণ জানান,গত ১৭ সেপ্টেম্বর ঢাকায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর চত্তরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকগণ তাদের ন্যায্য দাবি প্রতিষ্ঠার জন্য আয়োজনে সমাবেশ চলছিল। সেখানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, একাডেমিক সুপারভাইজার (প্রকল্পভুক্ত) ও তাদের ভাড়াটিয়া লোকদের সমন্বয়ে একদল কর্মচারী/কর্মকর্তা অতর্কিত হামলা চালিয়ে শিক্ষকদের লাঞ্ছিত করে ও অকথ্য ভাষায় গালিগালাজ করে। যা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য চরম অপমানজনক। আমরা উক্ত ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং জড়িত সকলের দৃষ্ঠান্তমূলক শাস্তি দাবি করছি। এছাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও একাডেমিক সুপারভাইজারগণ বিধি বিধান বহির্ভূতভাবে মাউশির অধিনস্ত বিভিন্ন দপ্তরের সরকারি মাধ্যমিক শিক্ষকদের জন্য বিধি সম্মত গুরুত্বপূর্ণ পদে পদায়নের জন্য অবৈধভাবে চেষ্টা তদবীর করছে এবং কর্তৃপক্ষের উপর চাপ সৃষ্টি করছে। আমরা তাদের এই অন্যায় কর্মকাণ্ডের প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাচ্ছি এবং শিক্ষকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি। সেই সাথে সকল মাধ্যমিক বিদ্যালদের উপর হামলার সাথে জড়িত মাধ্যমিক শিক্ষা অফিসার, একাডেমকি সুপারভাইজার (প্রকল্পভুক্ত) এবং তাদের ভাড়াকৃত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণসহ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকগনের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য জোর দাবি জানাচ্ছি। বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি নাটোর জেলা শাখার সভাপতি ও সিনিয়র শিক্ষক আকরাম হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক সুলতান মাহমুদ, সিনিয়র শিক্ষক শ্যামলী বেগম রাজু আহমেদ শাহেনশা প্রমূখ। মানববন্ধন শেষে তারা জেলা প্রশাসক এর কার্যালয়ে গিয়ে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মাছুদুর রহমানের কাছে স্মারকলিপি প্রদান করেন।

আরও দেখুন

গুরুদাসপুরে এক যুবক ও এক গৃহবধূর রহস্যজনকমৃত্যু

নিজস্ব প্রতিবেদক গুরুদাসপুর,,,,,,,,,,,,,,,নাটোরের গুরুদাসপুরে এক যুবক ও গৃহবধূর রহস্যজনক মৃত্যুহয়েছে। নিহত যুবক উপজেলার খুবজীপুর গ্রামের …