নিজস্ব প্রতিবেদক:
ধর্মনিরপেক্ষ চেতনার জাগরণের মাধ্যমে বিভাজন দূর করার প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করা নাগরিক ফোরাম সম্প্রীতি বাংলাদেশ নাটোর জেলা কমিটির অনুমোদন দিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি। সম্প্রীতি বাংলাদেশ নাটোর জেলা কমিটির আহ্বায়ক হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী-সমাজকর্মী আব্দুস সালাম। আর সদস্য সচিব হয়েছেন গোলকবিহারী পাল রিংকু।
সম্প্রীতি বাংলাদেশ এর আহবায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায় ও সদস্য সচিব ড. মামুন আল মাহতাব স্বপ্নীল স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়। নাটোর জেলা আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক- বুলবুল আহমেদ, মাহফুজুর রহমান, মশিউর রহমান দুদু ও প্রভাতী রাণী বসাক।
এছাড়া সম্প্রীতি বাংলাদেশ নাটোর জেলা আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন, গিয়াস উদ্দীন পাঠান, এস এম শহীদুল হক, কালিদাস রায়, বিপ্লব কর্মকার, শুভ কর্মকার, প্রণয় কর্মকার, সুরজিৎ সরকার, উৎস দত্ত, শাহদাৎ দোলন, রাফিজ মোরসালীন নীরব, মাসরকি আহমেদ রাতুল, জীবরানি শেখ আরিফ, রিফাত আহমেদ, মোহাম্মদ রুবেল, মোস্তাকিন মুন্না, তপু রায়হান ও মোহাম্মদ রনি।
আরও দেখুন
চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …