সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / সমসখলসি গ্রামে আহত পাখিদের উদ্ধার করে মুক্ত করা হলো পরিবেশে

সমসখলসি গ্রামে আহত পাখিদের উদ্ধার করে মুক্ত করা হলো পরিবেশে

নিজস্ব প্রতিবেদকঃ

গতকাল সারারাত ঝড়বৃষ্টির ফলে নাটোর সদরের সমসখলসী পাখি কলোনির শতাধিক পাখি ভয়ে লোকালয়ে চলে আসে। ভোরে গ্রামের ৫-৬ জন পাখিগুলো ধরতে গেলে, তাদের বু্ঝিয়ে পাখি গুলোর শুশ্রূষা করে তাৎক্ষনিক কলোনিতে অবমুক্ত করেন পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন ইডোর সদস্যরা।

আর একটি পাখি আহত অবস্থায় একজনের কাছ থেকে উদ্ধার করে সেটাকে বিকেলে মুক্ত পরিবেশে অবমুক্ত করেন সংগঠনের উদ্যোক্তা জুয়েল খান। পরিবেশ বাদী স্বেচ্ছাসেবী সংগঠন ইডো সদস্যদের প্রচেষ্টায় আজ কোনো পাখি মারা যায়নি। উল্লেখ্য সংগঠনটি অনেকদিন যাবত পরিবেশ সংরক্ষণে এবং জীববৈচিত্র্য সংরক্ষণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এর অধিকাংশ সদস্যই বয়সে তরুণ এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …