নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
জাতীয় সমবায় দিবস পালন উপলক্ষে আয়োজিত সভায় নাটোরের গুরুদাসপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, সমবায়ের ভিত্তিতেই দেশের মহান স্বাধীনতা অর্জন করা সম্ভব হয়েছে। সমবায় বাস্তবায়নের মাধ্যমেই দেশ জাতি ও ব্যক্তিস্বার্থের উন্নয়ন হওয়া সম্ভব।
শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি ওই কথাগুলো বলেন। এতে সভাপতিত্ব করেন সহকারি কমিশনার (ভূমি) মো. আবু রাসেল।
সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা রবিউল রানা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান রোকসানা আকতার ও দিঘদাড়িয়া বিল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সাধারণ সম্পাদক প্রভাষক ফিরোজুল ইসলাম প্রমুখ।
আরও দেখুন
নন্দীগ্রামে সরিষা ফুলে মৌমাছির আনাগোনা
নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম ,,,,,,,,,,,,,,,,,আবহাওয়া অনুকূলে থাকলে চলতি রবি মৌসুমে বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় সরিষার ভালো ফলনের …