মঙ্গলবার , নভেম্বর ৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / সভ্যতার জনপদ এখন গুরুদাসপুর

সভ্যতার জনপদ এখন গুরুদাসপুর

আখলাকুজ্জামান, গুরুদাসপুর
করোনা ঝড়ে পাল্টে গেছে নাটোরের গুরুদাসপুরের চিত্র। শহর, গ্রাম, বাজার এলাকাসহ উপজেলার প্রতিটি রাস্তাঘাট এখন জনশূন্য। কিছু ভ্যান, রিক্সা, বাইকের দেখা মিললেও নেই গণজমায়েত। এলাকায় জনসমাগমও কমে গেছে। চুরি, ডাকাতি, খুন, রাহাজানির মতো কোনো অপরাধও হচ্ছেনা।
শুক্রবার উপজেলা ঘুরে দেখা গেছে, চারিদিকে চলছে সুনশান নিরবতা। অচেনা শত্রু করোনাভাইরাসের বিরুদ্ধে সবাই নিয়ম মেনে চলছে। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে এমন লোকের সংখ্যা খুবই কম। বের হলেও মুখে মাস্ক ব্যবহার করছেন। বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস, আদালত, দোকানপাট। শুধু খোলা রয়েছে মুদি, কাঁচাবাজার ও ওষুধের দোকান। নিরাপদ দূরত্ব বজায় রেখে সতর্কভাবে চলছে সবাই। এ যেন এক নতুন গুরুদাসপুর। সেই সাথে বিবর্তন ঘটেছে মানব সভ্যতায়।
স্থানীয় কলামিষ্ট জালাল উদ্দিন শুক্তি বলেন, এভাবে নিয়ম মেনে চললে ডেঙ্গু, বার্ডফ্লু এমনকি করোনাভাইরাসও আমাদের ছুঁতে পারবেনা। গুরুদাসপুর থানা পুলিশ ও সেনাবাহিনীর কঠোর হস্তক্ষেপের কারণে এমন সুন্দর পরিবেশ বিরাজ করছে।
ইউএনও মো. তমাল হোসেন বলেন, আমাদের ডাকে সারা দিয়ে বাড়িতে অবস্থান করছে মানুষ। প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা দিয়ে আসছি দরিদ্রদের বাড়িতে। এলাকার ধনাঢ্য ও বেসরকারি বিভিন্ন সংগঠনও সাহায্যের হাত বাড়াচ্ছেন।
পৌর মেয়র শাহনেওয়াজ আলী বলেন, খাদ্যসামগ্রী বিতরণের পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য সচেতনতামূলক প্রচারণা অব্যাহত আছে। নিয়মিত বাজার ও রাস্তঘাটের ময়লা আবর্জনা পরিস্কার করা হচ্ছে।
থানার ওসি মোজাহারুল ইসলাম দাবী করে বলেন, পৌর সদরসহ উপজেলার গ্রামগঞ্জের সবখানে থানা পুলিশের টহল অব্যাহত আছে। সুন্দর গুরুদাসপুর উপহার দিতে আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রেখে করোনা মোকাবেলায় আমরা যুদ্ধ চালিয়ে যাচ্ছি অবিরাম।

আরও দেখুন

সিংড়ায় কৃষি উপকরণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক সিংড়া ,,,,,,,,,,,নাটোরের সিংড়া উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *