সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / নওগাঁ / সভাপতি মিলন,সম্পাদক আহাদ রাণীনগর প্রেস ক্লাবর কমিটি ঘােষনা

সভাপতি মিলন,সম্পাদক আহাদ রাণীনগর প্রেস ক্লাবর কমিটি ঘােষনা

নিজস্ব প্রতিবেদক, রাণীনগরঃ
নওগাঁর রাণীনগর প্রেস ক্লাবর কার্যনির্বাহী কমিটি ঘােষনা করা হয়েছে। মাে: ওহদুল ইসলাম মিলন কে সভাপতি ও শাহরুখ হাসন আহাদক সাধারণ সম্পাদক নির্বাচিত করে আগামী (২০২৩-২৪ইং ) দুই বছরর জন্য ১২ সদস্য বিশিষ্ট কমিটি ঘােষনা করা হয়। বহস্পতিবার বিকেল প্রেসক্লাবর নিজস্ব ভবনে এই কমিটি ঘােষনা করা হয়।

রাণীনগর প্রেস ক্লাবর সভাপতি হারুন অর রশিদ এর সভাপতিত্ব কার্য নির্বাহী কমিটি গঠনর প্রক্রিয়া শুরু হয়। এর পর সদস্যদর সর্ব সম্মতিত মাে: ওহদুল ইসলাম মিলন (সমকাল ও ভােরের দর্পণ) কে সভাপতি, শাহরুখ হাসন আহাদ (কালের কণ্ঠ) কে সম্পাদক এবং সাহাজুল ইসলাম (আজকর পত্রিকা) কে কােষাধক্ষ্য নির্বাচিত করা হয়।

এছাড়া সহ-সভাপতি পদ কাজী আনিছুর রহমান,এবাসার চঞ্চল ও মিল্টন খন্দকার,যুগ সাধারণ সম্পাদক পদে মামুনুর রশিদ,দপ্তর সম্পাদক পদে আবু সাইদ চৌধুরী এবং কার্য নির্বাহী সদস্য পদে এসএম সাইফুল ইসলাম, অধ্যক্ষ হারুন অর রশিদ, হাফজ মাও: মা: শহিদুল ইসলাম ও সাইদুজ্জামান সাগরকে নির্বাচিত কর কমিটি ঘােষনা করা হয়। এসময় অত্র প্রস ক্লাবের উপদষ্টা কাজী গালাম কিবরিয়াসহ সদস্য বদ উপস্থিত ছিলন।

আরও দেখুন

হিলিতে দাম কমেছে আলু পেঁয়াজের ।

নিজস্ব প্রতিবেদক হিলি,,,,,,,,,,,,,,,আমদানি বন্ধ থাকলেও দিনাজপুরের হিলি স্থলবন্দরে সপ্তাহ ব্যাবধানেআলুর দাম কেজিতে কমেছে ১৫ টাকা। …