নিজস্ব প্র্রতিবেদক, বাগাতিপাড়া:
নাটোরের বাগাতিপাড়ায় ২০১৯-২০ অর্থ বছরের খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনার আওতায় পারিবারিক সবজি পুষ্টি বাগান স্থাপনের লক্ষ্যে প্রান্তিক পর্যায়ের কৃষকদের মাঝে বিনামূল্যে সবজি বীজ, সার, পরিচর্যা-বেড়া বাবদ অর্থ এবং অন্যান্য উপকরণ বিতরণ করা হয়েছে।
উপজেলার ৫টি ইউনিয়নের ৩২ জন করে মোট ১৬০ জন কৃষকের মাঝে বৃহস্পতিবার এসব প্রণোদনা বিতরণ করা হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ইউএনও চত্ত্বরে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল। ইউএনও প্রিয়াংকা দেবী পালের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোমরেজ আলী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনিরুজ্জামান, এএইও, উপসহকারি কৃষি কর্মকর্তাসহ আরো অনেকে। কৃষি অফিস সূত্রে জানা গেছে, করোনা পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর ঘোষনার বাস্তবায়নের লক্ষ্যে প্রতি ইঞ্চি জায়গার ব্যবহার নিশ্চিত করতে বাগাতিপাড়া উপজেলায় দেড় হাজার বসতবাড়িতে সবজি খামার গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে স্থানীয় কৃষি বিভাগ।
নীড় পাতা / কৃষি / সবজি বাগান স্থাপনের লক্ষ্যে বাগাতিপাড়ায় কৃষি প্রণোদনার সার বীজ ও অর্থ পেলেন প্রান্তিক কৃষকরা
আরও দেখুন
বড়াইগ্রামে জামায়াতের ব্যাবসায়ী সমাবেশ
নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,,,,,,,,,,, নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া উপজেলা মডেল মসজিদ হল রুমে শুক্রবার বাদ জুম্মা জামায়াতে …