নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, সন্ধ্যায় নাটোরের নলডাঙ্গাতেও শিলাবৃষ্টি হয়েছে। আজ ৬ মার্চ রোববার বিকেল পাঁচটার দিকে নাটোর শহরের বড়হরিশপুর এলাকায় হঠাৎই বৃষ্টি ছাড়া শিলা ঝরে পড়ে। এর কিছুক্ষণ পরেই সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে নলডাঙ্গা উপজেলার মাধনগর এলাকায় ব্যাপক শিলাবৃষ্টি হয়। এতে পেঁয়াজ,ধান এবং ভুট্টার ক্ষতি হয়েছে। বাতাসে ধান এবং ভুট্টার গাছ নুয়ে পড়েছে। কৃষকরা ফসলের ক্ষতির আশঙ্কা করছেন। উপজেলা কৃষি কর্মকর্তা কিশোয়ার হোসেন জানিয়েছেন, সন্ধ্যার পরে এই শিলাবৃষ্টি হওয়ায় কী পরিমান ক্ষতি হয়েছে তা নিরূপণ করা যায়নি। সকাল হলে কি পরিমান ক্ষতি এবং কি পরিমান আক্রান্ত হয়েছে তা পরিদর্শন করে জানা যাবে। যে সকল ধান এবং ভুট্টার গাছ নুয়ে পড়েছে সকালে রোদ উঠলেই সেগুলো ধীরে ধীরে আবারো দাঁড়িয়ে যাবে আশা করছি। তবে এটি একটি নির্দিষ্ট এলাকার মধ্যে হওয়ায় ক্ষয়ক্ষতি পরিমাণও কম হবে আশা করছি।
