বৃহস্পতিবার , এপ্রিল ১৭ ২০২৫
নীড় পাতা / উত্তরবঙ্গ / সন্তান হারানোর পর সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন মা

সন্তান হারানোর পর সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন মা

নিজ্ব প্রতিবেদক, নন্দীগ্রাম:
সন্তান হারানোর পর সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন মা রোজিনা খাতুন (২১)। ঘটনাটি ঘটে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম সরকারি মহিলা কলেজের সামনে।

জানা গেছে, তিনদিন আগে নাটোর জেলার সিংড়া উপজেলার বিনাহার গ্রামের আব্দুস সালামের স্ত্রী বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে সস্তান প্রসব করে। পরে সন্তানটি সেখাানেই মারা যায়। শনিবার রাত আনুমানিক সাড়ে ১১ টারদিকে সিএনজি যোগে বাড়ি ফেরার পথে নন্দীগ্রাম সরকারি মহিলা কলেজের সামনে সিএনজি থেকে রোজিনা খাতুন মহাসড়কে পড়ে যায়। তখন পিছন থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক তার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়।

কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহটি উদ্ধার করে পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও দেখুন

নাটোরে হেরোইন সহ এক নারী আটক

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরে হিরোইন সহ মোছাঃ সুবর্না আক্তার সোনিয়া (২৮) নামের এক নারী বাস যাত্রীকে আটক …