শুক্রবার , এপ্রিল ২৫ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক:

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে নাটোরে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজানের নেতৃত্বে তাৎক্ষণিক প্রতিবাদের অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত পথ সভা অনুষ্ঠিত হয়।

শনিবার সন্ধ্যে সাড়ে সাতটার দিকে শরিফুল ইসলাম রমজানের ব্যক্তিগত অফিসের সামনে থেকে এই বিক্ষোভ মিছিলটি বের হয়। প্রেসক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়।

এতে অংশগ্রহণ করেন নাটোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আজম স্বপন, সাবেক সাধারন সম্পাদক এসএম জাহাঙ্গীর, বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা দিলীপ কুমার সাহা ওরফে দিলু সাহা, জেলা যুবলীগ নেতা ও সিএনজি মালিক সমিতির সভাপতি হোসেন সরদার, আওয়ামী লীগ নেতা জালাল উদ্দিন, আসলাম হোসেন, রেজাউল চৌধুরী, যুবলীগ নেতা শরীফ, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহীন, ছাত্রলীগ নেতা লিটনসহ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ।

এই সংক্ষিপ্ত পথসভায় নেতৃবৃন্দ মৌলবাদী জঙ্গি জামাত শিবির নেতৃবৃন্দের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বক্তব্য রাখেন।

আরও দেখুন

বাড়ির প্রবেশ রাস্তা বন্ধ করে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ দুলা ভাইয়ের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক গুরুদাসপুর,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের গুরুদাসপুরে পৈত্রিক ভিটায় নিজ অংশের বাড়ি প্রবেশ রাস্তা বন্ধ করে পাকাস্থাপনা নির্মাণ …