শুক্রবার , ডিসেম্বর ২৭ ২০২৪
নীড় পাতা / স্বাস্থ্য / করোনা / সদর উপজেলার ৪ টি ইউনিয়নের ২৫০টি মসজিদে দেড় কোটি টাকা বিতরণ

সদর উপজেলার ৪ টি ইউনিয়নের ২৫০টি মসজিদে দেড় কোটি টাকা বিতরণ

নিজস্ব প্রতিবেদক:
নাটোর সদর উপজেলার ৪ টি ইউনিয়নের ২৫০টি মসজিদে দেড় কোটি টাকা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বেলা এগারোটার দিকে সদর উপজেলা প্রাঙ্গনে এই অর্থ বিতণ করা হয়। সদর উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-নওগাঁ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রত্না আহমেদ।

উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন নাটোর এর আয়োজনে নাটোর সদর উপজেলার ছাতনী, দিঘাপতিয়া, তেবাড়িয়া ও কাফুরিয়া ৪ টি ইউনিয়নের ২৫০টি মসজিদের অনুকুলে প্রত্যেকটিতে ৫হাজার টাকা হারে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক প্রদত্ত অনুদান বিতরণ করা হয়। এসময় সামাজিক দূরত্ব নিশ্চিতে খোলা জায়গায় এই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আরও দেখুন

বাগাতিপাড়ায় আগুনে পোড়া তিন পরিবার পেল সহায়তা

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে …