রবিবার , জানুয়ারি ১২ ২০২৫
নীড় পাতা / জাতীয় / সদরপুরে রাস্তাঘাট উন্নয়নে ৩০০ কোটি টাকা বরাদ্দ

সদরপুরে রাস্তাঘাট উন্নয়নে ৩০০ কোটি টাকা বরাদ্দ

ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, সদরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের রাস্তা-ঘাট ও যোগাযোগ অবকাঠামোর উন্নয়নের জন্য প্রায় ৩০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার। স্বাধীনতার পর কোনো সরকারের অবকাঠামো উন্নয়নে এটাই সর্বোচ্চ বরাদ্দ।

শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে সদরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নিক্সন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগ্য কন্যা আজ সরকার প্রধান হিসেবে আছেন বলে এত বড় বরাদ্দ দেওয়া সম্ভব হয়েছে। 

উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা নির্বাহী অফিসার পূরবী গোলদার, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ মিজানুর রহমান শিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও দেখুন

পিরোজপুরে মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে দিনব্যাপীপ্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:  ১৩ জুলাই ২০২৪, শনিবার, ঢাকা: মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে পিরোজপুরের …