রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / সততা ক্লিনিকের স্বত্বাধিকারী রাজার বাবা মজিবর রহমান মজনু আর নেই

সততা ক্লিনিকের স্বত্বাধিকারী রাজার বাবা মজিবর রহমান মজনু আর নেই

নিজস্ব প্রতিবেদক:
সততা ক্লিনিকের স্বত্বাধিকারী এবং ০৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ, সম্পাদক নাটোর জেলা ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল রাজার বাবা বিশিষ্ট ব্যবসায়ী মজিবর রহমান মজনু আর নেই।

সোমবার বিকেল চারটার দিকে তিনি তার কানাইখালীর নিজ বাসভবনে বার্ধক্য জনিত কারণে মৃত্যু বরণ করেন। সোমবার এশার নামাজের পর জানাজার নামাজ গাড়িখানা মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন নাটোর সদর আসনের সংসদ সদস্য শফিকুল শিমুল, পৌর মেয়র উমা চৌধুরী ।

নারদবার্তা পরিবারের পক্ষ থেকে মজিবর রহমান মজনুর মৃত্যুতে গভীর শোক ও তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …