নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর সদর / সড়ক নিরাপত্তায় নাটোরে ‘নিরাপদ সড়ক চাই’ এর র‌্যালি অনুষ্ঠিত

সড়ক নিরাপত্তায় নাটোরে ‘নিরাপদ সড়ক চাই’ এর র‌্যালি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ
সকালে মুজিব বর্ষ উপলক্ষে নিরাপদ সড়ক চাই নাটোর জেলা শাখার আয়োজনে সড়ক নিরাপত্তায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক বিশাল র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে নাটোর সরকারি টেক্সটাইল ইনস্টিটিউট প্রাঙ্গণ থেকে বের হয়ে র‌্যালিটি বড় হরিশপুর বাইপাস মোড় প্রদক্ষিণ করে আবারো সরকারি টেক্সটাইল ইনস্টিটিউট এ গিয়ে শেষ হয়।

প্রধান অতিথি হিসেবে র্যালীতে উপস্থিত ছিলেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এনডিসি (যুগ্মসচিব), পরিচালক (নিরোধ শিক্ষা) নুরুজ্জামান শরিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোরের জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম রাব্বী, অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান, বিআরটিএর সহকারী পরিচালক সাইদুর রহমান, টেক্সটাইল ইনস্টিটিউটের অধ্যক্ষ আতিকুর রহমান প্রধান প্রমুখ। এছাড়াও নওগাঁ এবং নাটোর থেকে আগত রোভার মুট এর সদস্যর এবং কর্মকর্তারা এ র‌্যালিতে অংশগ্রহণ করে।

আরও দেখুন

নাটোরে নারী উদ্যোক্তা মেলার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: নাটোরে নারী উদ্যোক্তা মেলার উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকেলে নারী উদ্যোক্তা মেলার উদ্বোধন …