নীড় পাতা / জেলা জুড়ে / সজিব ওয়াজেদ জয় পরিষদ মালয়েশিয়া শাখার উদ্যোগে নলডাঙ্গায় ত্রাণ বিতরণ

সজিব ওয়াজেদ জয় পরিষদ মালয়েশিয়া শাখার উদ্যোগে নলডাঙ্গায় ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা:
সামাজিক সংগঠন সজিব ওয়াজেদ জয় পরিষদ মালয়েশিয়া শাখার উদ্যোগে নাটোরের নলডাঙ্গা উপজেলার শতাধিক বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। ২৫ আগস্ট মঙ্গলবার দিন ব্যাপী সজিব ওয়াজেদ জয় পরিষদ মালয়েশিয়া শাখার সভাপতি লায়ন রোকেয়া বেগম মিনার উপস্থিতিতে উপজেলার খাজুরা, মাধনগর, পিপরুল, ব্রহ্মপুর ও বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের প্রায় শতাধিক অসহায় বন্যার্ত পরিবারের মাঝে চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল, সাবান ও সবজি বিতরণ করা হয়।

এমন মানবিক উদ্দ্যোগ সম্পর্কে সজিব ওয়াজেদ জয় পরিষদ মালয়েশিয়া শাখার সভাপতি লায়ন রোকেয়া বেগম মিনা বলেন, সূদুর মালয়েশিয়া থেকে মিডিয়ার মাধ্যমে বানভাসিদের কষ্ট ও দুর্দশা দেখে তাদের কষ্টকে উপলব্ধি করে দেশে এসে তাদের পাশে দাঁড়ানোটা তাঁর নৈতিক দ্বায়িত্ব বলে উল্লেখ করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন,সজিব ওয়াজেদ জয় পরিষদ নাটোর জেলা শাখার সভাপতি এস এম ফখরুদ্দিন ফুটু, সাধারণ সম্পাক জুবায়ের খন্দকার বুলেট, সজিব ওয়াজেদ জয় পরিষদ নলডাঙ্গা উপজেলা শাখার সভাপতি শফিউল ইসলাম শুভ, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রকিসহ প্রমূখ।

আরও দেখুন

নাটোরে ঈদের ছুটিতেও পরিবার পরিকল্পনার স্বাস্থ্য কেন্দ্রে সেবা

মিলেছে নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,ঈদের ছুটিতেও নাটোরে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের নিয়ন্ত্রণাধীন মা ও শিশু কল্যাণ সেবাকেন্দ্রগুলোতে …