সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / স্বাস্থ্য / করোনা / সকল রেকর্ড ব্রেক করে নাটোরে ৩৮ জন করোনা রোগী শনাক্ত

সকল রেকর্ড ব্রেক করে নাটোরে ৩৮ জন করোনা রোগী শনাক্ত

নিজস্ব প্রতিবেদক:
সদরে সর্বোচ্চ ২০ জনসহ জেলায় রেকর্ড সংখ্যক ৩৮জন করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। জেলায় মোট শনাক্ত হলো ৩৮৯ জন। সোমবার সন্ধ্যার পরে প্রাপ্ত ফলাফলের এই তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডাক্তার কাজী মিজানুর রহমান।

গুরুদাসপুর ৯ বাগাতিপাড়া ২ বড়াইগ্রাম ৫ নলডাঙ্গা ১ সিংড়ায় ১ জন। ইতিমধ্যে সুস্থ হয়েছেন ১২৩। বর্তমানে হোম আইসোলেশন এ আছেন ২২৭জন। এ পর্যন্ত ৪৮৫৭ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ৩৭৪১ জনের নেগেটিভ এসেছে। পেন্ডিং আছে ৫৮০ জন এবং ইনভ্যালিড হয়েছে ১৬১ জনের নমুনা।

সিভিল সার্জন ডাক্তার কাজী মিজানুর রহমান জানান নাটোরে পিসিআর ল্যাব না থাকায় অপেক্ষমান এর তালিকা দীর্ঘ হচ্ছে। এতে করে সংক্রমণ ছড়িয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে। অপেক্ষমান এর মধ্যে অনেকেই হয়তো করোনা পজিটিভ আছেন। তারা বাইরে সাধারণের সাথে মেলামেশা করা এই ঝুঁকিও বাড়ছে।

আরও দেখুন

নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …