রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / সকল ধর্মীয় প্রতিষ্ঠান উন্নয়নে আমার আন্তরিক প্রচেষ্টা অব্যাহত থাকবে- সংসদ সদস্য মোশারফ হোসেন

সকল ধর্মীয় প্রতিষ্ঠান উন্নয়নে আমার আন্তরিক প্রচেষ্টা অব্যাহত থাকবে- সংসদ সদস্য মোশারফ হোসেন

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম: বগুড়া-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন বলেছেন, সকল ধর্মীয় প্রতিষ্ঠান উন্নয়নে আমার আন্তরিক প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমি সংসদ সদস্য হবার পূর্বেও ব্যক্তিগতভাবে কাহালু-নন্দীগ্রাম উপজেলায় ধর্মীয় প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি পর্যায়েও অনুদান দিয়েছি। এখন সরকারি অনুদান পর্যায়ক্রমে দিয়ে আসছি। তা দিতেই থাকবো ইনশাআল্লাহ্। গত শুক্রবার নন্দীগ্রাম দারুল উলুম কওমী মাদ্রাসা ও দক্ষিণপাড়া জামে মসজিদ উন্নয়নের জন্য ৩ লক্ষ টাকা অনুদান প্রদান উপলক্ষ্যে আলোচনা সভায় তিনি এ কথাগুলো বলেন। আলহাজ্ব মোসলেম উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক মেয়র সুশান্ত কুমার সরকার শান্ত, বিএনপি নেতা বেলায়েত হোসেন আদর, উপজেলা যুবদলের সভাপতি মো.আলেকজান্ডার, সমাজসেবক আলহাজ্ব সোলায়মান আলী, আলহাজ্ব আব্দুল মান্নান, আব্দুল মজিদ, আশরাফ আলী, যুবদল নেতা জিআর সৈকত ও ছাত্রদল নেতা মোস্তাফিজুর রহমান তারেক প্রমুখ।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *