রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / সংসদ নির্বাচনে পোলিং কর্মকর্তা পদে ভুয়া শিক্ষক

সংসদ নির্বাচনে পোলিং কর্মকর্তা পদে ভুয়া শিক্ষক

নিজস্ব প্রতিবেদক,নলডাঙ্গা:

নাটোরের নলডাঙ্গায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য এক ভুয়া শিক্ষককে পোলিং কর্মকর্তা পদে নিয়োগ পেয়েছেন বলে অভিযোগ উঠেছে। সংসদ নির্বাচনে পোলিং কর্মকর্তা পদের প্রশিক্ষণের তালিকা সূত্রে এ তথ্য জানা গেছে। অভিযুক্ত আবুল বাশার নলডাঙ্গা বাজারের নিউজেন ইন্টারন্যাশনাল স্কুলের সহকারী শিক্ষক পরিচয় দিয়ে ভোট কর্মকর্তা হিসেবে প্রশিক্ষণ নিয়েছেন। তবে বিদ্যালয়ের পরিচালক ও প্রধান শিক্ষক দাবি করেছেন,আবুল বাশার নামের কোনো শিক্ষক তাঁদের এখানে চাকরি করেন না। অভিযুক্ত সহকারী শিক্ষক আবুল বাশার উপজেলার বাঁশিলা গ্রামের তায়েজ উদ্দিনের ছেলে। আবুল বাশার এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন,দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পোলিং কর্মকর্তা পদে নিয়োগ পেয়ে ২৬ ডিসেম্বর প্রশিক্ষণ নিয়ে একটি ভোটকেন্দ্রের দায়িত্ব পেয়েছি। আমি নলডাঙ্গা নিউজেন ইন্টারন্যাশনাল স্কুলের সহকারী শিক্ষক পদে চাকরি করি। সংসদ নির্বাচনে পোলিং অফিসার পদের প্রশিক্ষণের তালিকার ৫ নম্বরে তার নাম- পদবি ও মোবাইল নম্বর উল্লেখ রয়েছে। জালিয়াতি করে একটি প্রাইভেট স্কুলের নাম ব্যবহার করে জাতীয় সংসদ নির্বাচনে পোলিং অফিসার পদে নিয়োগ নিয়েছেন বলে দাবি করেছেন অনেকেই। তবে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমন আলী বলেন,আবুল বাশার নামের কোনো শিক্ষক এ প্রতিষ্ঠানে চাকরি করেন না বা কোনো দিনও দেখিনি। বিদ্যালয়ের পরিচালক শ্রাবণ শাহরীয়ারও একই কথা বলেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা দেওয়ান আকরামুল হক বলেন,যদি অভিযোগের সত্যতা পাওয়া যায় তাহলে তাঁকে বাদ দেওয়া হবে।

আরও দেখুন

লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল 

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …