বৃহস্পতিবার , ডিসেম্বর ২৬ ২০২৪
নীড় পাতা / জাতীয় / সংসদ অধিবেশন ২৮ আগস্ট শুরু

সংসদ অধিবেশন ২৮ আগস্ট শুরু

নিউজ ডেস্ক:
একাদশ জাতীয় সংসদের ১৯তম অধিবেশন আগামী ২৮ আগস্ট শুরু হবে। বৃহস্পতিবার (১১ আগস্ট) সংসদ সচিবালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ চলতি বছরের ২৮ আগস্ট (রবিবার) বিকেল ৫ টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে একাদশ জাতীয় সংসদের ১৯তম (২০২২ সালের চতুর্থ) অধিবেশন আহ্বান করেছেন।

তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।

এর আগে, চলতি বছরের ৫ জুন একাদশ জাতীয় সংসদের ১৮তম অধিবেশন শুরু হয়। শেষ হয় ৩০ জুন।

আরও দেখুন

বাগাতিপাড়ায় আগুনে পোড়া তিন পরিবার পেল সহায়তা

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে …