শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জাতীয় / সংঘর্ষে আহতদের সুচিকিৎসার নির্দেশ প্রধানমন্ত্রীর

সংঘর্ষে আহতদের সুচিকিৎসার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক:
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, নিউ মার্কেট ও ঢাকা কলেজ এলাকায় শিক্ষার্থী ও ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত শিক্ষার্থী মোশাররফ হোসেনের উন্নত চিকিৎসা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

আহত ছাত্র মোশাররফকে দেখতে মঙ্গলবার (১৯ এপ্রিল) রাত সাড়ে নয়টায় স্কয়ার হাসপাতালে যান শিক্ষামন্ত্রী। এ সময় মোশাররফের সুচিকিৎসার আশ্বাস দেন তিনি। তিনি মোশাররফের পরিবারের সঙ্গে কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘এ ঘটনায় আহত সব শিক্ষার্থী এবং অন্যদের সুচিকিৎসা নিশ্চিত করতে বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে ব্যবস্থা নেওয়া হয়েছে।’

শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে জানিয়ে তিনি শিক্ষার্থীদের বাড়ি ফিরে যাওয়ার নির্দেশ দেন।

ছোটখাটো কোনও ঘটনাকে কেন্দ্র করে একটি পক্ষ অরাজকতা তৈরির অপচেষ্টা চালায় মন্তব্য করেন শিক্ষামন্ত্রী বলেন, আমি মনে করি এখানেও সে ধরনের ইন্ধন আছে। সেগুলো খুঁজে বের করা দরকার। ভালো করে তদন্ত হওয়া দরকার।

তিনি বলেন, যে দোকানকে কেন্দ্র এই সংঘর্ষের সূত্রপাত সেই দোকানগুলোর মালিকদের রাজনৈতিক পরিচয় নিয়েও নানা প্রশ্ন উঠছে। কাজেই আমাদের সবকিছুই দেখা দরকার আছে। আশা করছি সুষ্ঠু তদন্ত হবে । যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

পরে মন্ত্রী স্কয়ার হাসপাতাল থেকে ঢাকা মেডিক্যালে আহতদের দেখতে যান।

আরও দেখুন

রাণীনগরে স্বর্ণ ব্যবসায়ীকে মারপিট করে  ১৫ভরি স্বর্ণের ও 

১০০ভরি চান্দির গহনা ছিনতাই নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,  নওগাঁর রাণীনগরে দোকান থেকে বাড়ী ফেরার  পথে পথ …