সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / সংগনিরোধ অমান্য করায় নলডাঙ্গায় দুইজনকে অর্থ দণ্ডাদেশ

সংগনিরোধ অমান্য করায় নলডাঙ্গায় দুইজনকে অর্থ দণ্ডাদেশ

নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গাঃ
সংগনিরোধ অমান্য করায় নলডাঙ্গায় দুইজনকে অর্থ দণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকালে উপজেলার নলডাঙ্গা, মাধনগর, শামনগর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা ক‌রেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ সাকিব আল রাব্বি। এ সময় সঙ্গনিরোধ আইন অমান্য করার দা‌য়ে ২(দুই) জনকে ১৫০০ টাকা অর্থদণ্ডা প্রদান ক‌রে। ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার সাকিব আল রাব্বি জানান যে, সকল‌কে জরু‌রি প্র‌য়োজন ছাড়া ‌কেউ যেন বা‌হি‌রে না বের হন। এর পর টি‌সি‌বির ন্যায্য মূ‌ল্যের দোকা‌নের তেল, ডাল, চি‌নি বিক্রয় কার্যক্র‌মের তদার‌কি ক‌রেন! ক‌রোনা ভাইরাস পরিস্থিতি মোকাবিলায় তাৎক্ষণিক মানবিক সহায়তা কর্মসূচি অংশ হি‌সে‌বে বিপ্র‌বেলঘ‌রিয়া ইউ‌নিয়‌নের দ‌রিদ্র/অসহায় মানু‌য়ের বা‌ড়ি বা‌ড়ি গি‌য়ে ত্রাণ বিতরণ ক‌রে! এছাড়া মাধনগর ইউ‌নিয়‌নের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানু‌ষের মাঝে ত্রাণ বিতরণ করেন!

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …