শুক্রবার , নভেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের নাটোরের ২টি উপজেলা পরিষদের নির্বাচনের মনোনয়নপত্র বাছাই সম্পন্ন

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের নাটোরের ২টি উপজেলা পরিষদের নির্বাচনের মনোনয়নপত্র বাছাই সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক:

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের নাটোরের বড়াইগ্রাম এবং গুরুদাসপুরে উপজেলার উপজেলা পরিষদের নির্বাচনের মনোনয়নপত্র বাছাই সম্পন্ন হয়েছে। আজ ৫ মে রবিবার সকাল থেকে জেলা রিটানিং অফিসারের কার্যালয়ে এই বাছাই কাজ সম্পন্ন হয়।

বড়াইগ্রাম উপজেলায় চেয়ারম্যান পদে ৭ জন তাদের মনোনয়নপত্র দাখিল করেন। বাছাই অন্তে ৭জনেরই মনোনয়নপত্র বৈধ হয়। এরা হলেন এস এম আসাদুজ্জামান, জামাল উদ্দিন, আনিসুর রহমান, আব্দুল কুদ্দুস, ইউসুফ মিস্ত্রি, মোয়াজ্জেম হোসেন, শরিফুল হাসান। ভাইস চেয়ারম্যান পদে বেলাল পাটোয়ারী ও রেজাউল করিম এর মনোনয়নপত্র বৈধ হয়। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছাঃ আনজুয়ারা, মোছাঃ আনিসা বিলকিস, মোছাঃ চামেলী বেগম, মোছাঃ শিউলি বেগম।

অপরদিকে গুরুদাসপুর উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়নপত্র ৪জন দাখিল করেছেন। কেউ বাতিল হননি। তারা হলেন আহম্মদ আলী, আতিয়ার রহমান, মোস্তাফিজুর রহমান, সরকার এমদাদুল হক মোঃ আলী। ভাইস চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। সকলেরই প্রার্থীতা বৈধ হয়েছে। তারা হলেন আলাল শেখ, শরিফুল ইসলাম, হুমায়ুন কবির । মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জনেরই মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে রোকসানা আক্তার, সাহিদা আক্তার মিতা। উল্লেখ্য তৃতীয় ধাপের নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই আজ ৫ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১২ মে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ ১৩ মে। ভোট হবে ২৯ মে।

আরও দেখুন

নাটোরের সকল এমপিদের গ্রেপ্তারের দাবি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের

নিজস্ব প্রতিবেদক,,,,,,,, সাম্য ও মানবিক দেশ বিনির্মাণে দিকনির্দেশনামূলক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক …