শনিবার , এপ্রিল ২৬ ২০২৫
নীড় পাতা / উত্তরবঙ্গ / রাজশাহী / শ্রমিক লীগ নেতার ভাইয়ের কবর জিয়ারতে রাসিক মেয়র লিটন

শ্রমিক লীগ নেতার ভাইয়ের কবর জিয়ারতে রাসিক মেয়র লিটন

নিজস্ব প্রতিবেদক,রাজশাহী
রাজশাহী মহানগর ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও মহানগর শ্রমিক লীগের সহ-অর্থ সম্পাদক রফিকুল ইসলামের মেজো ভাই বদিউজ্জামান বদির কবর জিয়ারত করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

আজ শুক্রবার বাদ জুম্মা নগরীর টিকাপাড়া কবরস্থানে কবর জিয়ারত করেন মেয়র। এ সময় মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। কবর জিয়ারত শেষে মরহুমের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করে তাদের গভীর সমবেদনা জানান করেন মেয়র।

এ সময় উপস্থিত ছিলেন মরহুমের পরিবারের সদস্যবৃন্দ, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শাহাদত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নাইমুল হুদা রানা, মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুস সোহেল, ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি রাশেদুজ্জামান রাশেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও দেখুন

সৌন্দর্য বর্ধন ও দৃষ্টিনন্দন রক্ষায় ব্যানার-ফেস্টুন অপসারণ শুরু

পৌর প্রশাসক মো. মেহেদী হাসান নিজস্ব প্রতিবেদক লালপুর ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার বৃহস্পতিবার (২৪ …