বৃহস্পতিবার , ডিসেম্বর ২৬ ২০২৪
নীড় পাতা / জাতীয় / শ্যামল বাংলাকে আরও সবুজ করতে প্রধানমন্ত্রীর যে পরামর্শ

শ্যামল বাংলাকে আরও সবুজ করতে প্রধানমন্ত্রীর যে পরামর্শ

নিউজ ডেস্ক:
শ্যামল বাংলাকে আরও সবুজ করতে প্রত্যেককে তিনটি করে গাছ লাগানোর পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, তিনটা করে গাছ লাগাতে পারলে সব থেকে ভালো হয়। আমরা চাই, একটা ফলদ, একটা বনজ, একটা ভেষজ-এই তিন ধরনের গাছ লাগাবেন।

মঙ্গলবার কৃষকলীগের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করে এমন পরামর্শ দেন তিনি।

সে সময় স্পেশাল সিকিউরিটি ফোর্স-এসএসএফ এর প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এসএসএফ সদস্যদের কর্তব্যপরায়তা ও দায়িত্ববোধেরও প্রসংশা করেন প্রধানমন্ত্রী।

প্রতিবছর বৃক্ষরোপণের মধ্য দিয়ে বর্ষার আগমনীকে বরণ করে নেয় কৃষকলীগ। করোনার মধ্যে এবারও ব্যাতিক্রম হয়নি। প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন গণভবনে বৃক্ষরোপণের মধ্য দিয়ে কৃষকলীগের এই কর্মসূচি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সঙ্গে ছিলেন তার কন্যা সায়মা হোসেন পুতুল।

কুল-বড়ই এবং পলাশ গাছ রোপণ করে প্রত্যেককে গাছ লাগানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী।

অন্য একটি অনুষ্ঠানে ভিভিআইপিদের নিরাপত্তায় নিয়োজিত স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ এর ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ দরবারে, গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশের উন্নয়নের পথে এগিয়ে যাওয়া কেউ রুখতে পারবে না বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

আরও দেখুন

সিংড়ায় আগ্রহ বাড়ছে বস্তায় আদা চাষের

নিজস্ব প্রতিবেদক সিংড়ায় ,,,,,,,,,,,কম খরচে বেশি আয়ের আশায় পতিত জমিতে আদা চাষ শুরু করেছেন নাটোরের …