রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / কৃষি / শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে নাটোরে মৎস্য সপ্তাহের উদ্বোধন

শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে নাটোরে মৎস্য সপ্তাহের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
‘মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি’ এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে কালেক্টরেট চত্বর পুকুরে মাছের পোনা অবমুক্ত করে সপ্তাহের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোছাঃ শরিফুন্নেসা।

এ সময় জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুর রহমান খান,স্থানীয় সরকার উপ-পরিচালক গোলাম রাব্বী, জেলা মৎস্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম সহ অন্যান্যরা।

পরে সেখান থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের ভবানীগঞ্জ মোড়ে সরকারী গণগ্রন্থাগারে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আরও দেখুন

নাটোরে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার কাউন্সিল

নিজস্ব প্রতিবেদক………………..নাটোরে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বেলা ১২ …