সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর সদর / শোকের মাসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালেন মেয়র জলি

শোকের মাসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালেন মেয়র জলি

নিজস্ব প্রতিবেদক:
শোকাবহ আগস্ট মাসকে প্রত্যয় ও শপথে শোককে শক্তিতে পরিণত করার লক্ষ্য নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন নাটোর পৌরসভার পৌর মেয়র উমা চৌধুরী জলি।

সোমবার বেলা এগারোটার দিকে নিজ বাসভবনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এসময় উপস্থিত ছিলেন নাটোর পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তাগণ।

বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে মেয়র জলি বলেন, ১৯৭৫ সালের ১৫ই আগস্ট মানবতার শত্রু প্রতিক্রিয়াশীল ঘাতকচক্রের হাতে বাঙালি জাতির মুক্তি আন্দোলনের মহানায়ক, বাংলা ও বাঙালির হাজার বছরের আরাধ্য পুরুষ, স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়।

আমরা জাতির পিতার আদর্শে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দেখানো পথে এগিয়ে যেতে চাই। কোন ষড়যন্ত্র সফল হবে না বঙ্গবন্ধুর এই সোনার বাংলায়।

আরও দেখুন

লালপুরের গণেশ চন্দ্র দাস আর নেই

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,,,,,,উত্তরবঙ্গের খ্যাতিমান ফুটবল খেলোয়াড় নাটোরের লালপুর সদরের বাসিন্দাশ্রী গণেশ চন্দ্র দাস (৮০)বার্ধক্যজনিত কারণে …