শুক্রবার , নভেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উন্নয়ন বার্তা / শোকের মাসে আলোকিত হলো লালপুরের দুর্গম চর জাজিরা ও দিয়ার শংকর চর

শোকের মাসে আলোকিত হলো লালপুরের দুর্গম চর জাজিরা ও দিয়ার শংকর চর

নিজস্ব প্রতিবেদক:শোকের মাসে আলোকিত হলো নাটোরের লালপুরের দুর্গম চর জাজিরা ও দিয়ার শংকর চর। শনিবার সকাল দশটার দিকে শুভ গ্রাম বিদ্যুতায়ন অনুষ্ঠানের মাধ্যমে এই এলাকায় বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করা হয়। নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আয়োজনে বোর্ডের সভাপতি ওয়াছেক আলী সোনারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া)আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সাব্বিউল ফেরদৌস,পল্লী বিদ্যুৎ সমিতি -২ এর জেনারেল ম্যানেজার আব্দুর রশিদ প্রমুখ।

১কোটি ৭৫লাখ ২৯হাজার ৬শ টাকা ব্যয়ে নির্মিত  ১০.৯৫৬ কিলোমিটার লাইনের মাধ্যমে চরাঞ্চলের ৩৫৪ জন গ্রাহক বিদ্যু সংযোগ পেয়েছেন।

আরও দেখুন

নন্দীগ্রামে চড়া দামেও মিলছে না আলু বীজ 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম ,,,,,,,,বগুড়ার নন্দীগ্রামে চড়া দামেও মিলছে না আলু বীজ। এতে দিশেহারা হয়ে পড়েছে …