রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / শোকাবহ আগস্টের শুরুতেই জেলা আ’লীগের একাংশের শ্রদ্ধা নিবেদন

শোকাবহ আগস্টের শুরুতেই জেলা আ’লীগের একাংশের শ্রদ্ধা নিবেদন


নিজস্ব প্রতিবেদক:
শোকাবহ আগস্টের শুরুতেই শ্রদ্ধা নিবেদন করেছেন জেলা আওয়ামী লীগের একাংশ। রবিবার রাত বারোটা এক মিনিটে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ছাত্রলীগের নেতৃবৃন্দ।

১৯৭৫ সালে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধুর শিশুপুত্র শহীদ শেখ রাসেল সহ ঘাতকদের নির্মম হত্যাকাণ্ডের শিকার সকল শহীদদের স্মরণে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নাটোর জেলা শাখা কর্তৃক শোকাবহ আগস্টের প্রথম প্রহরে জাতির জনকের প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্জলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ মোর্তজা আলী বাবলু, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মালেক শেখ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইসতিয়াক আহমদ ডলার, সাধারণ সম্পাদক শফিউল আযম স্বপনসহ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগের সকল পর্যায়ের নেতাকর্মী ।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …