মঙ্গলবার , ডিসেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / শোককে শক্তিতে পরিণত করেই শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশে হবেঃ এমপি বকুল

শোককে শক্তিতে পরিণত করেই শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশে হবেঃ এমপি বকুল

নিজস্ব প্রতিবেদক:

শোককে শক্তিতে পরিণত করে শেখ হাসিনার নেতৃত্ব আজকের বাংলাদেশ আগামীর স্মার্ট বাংলাদেশে রুপান্তরিত হবে বলে মন্তব্য করেছেন নাটোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নাটোর-১(লালপুর-বাগাতিপাড়া) আসনের
সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।

আজ মঙ্গলবার (১৫ই আগস্ট) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাগাতিপাড়া উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।

সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল বলেন, ষড়যন্ত্র এখনও থেমে নেই। একাত্তরের ঘাতক, পঁচাত্তরের ১৫ আগস্টের ঘাতক ও ২০০৪ এর ২১ আগস্টের ঘাতকেরা এক ও অভিন্ন। এরা একাত্তরের পরাজিত শক্তি। এই অশুভ শক্তির বিষদাঁত ভেঙে দেওয়া হবে। এটাই হোক আজকের দিনে আমাদের অঙ্গীকার।

উপজেলা নির্বাহী অফিসার নিলুফা সরকারের সভাপতিত্বে এসময় অনান্যের মধ্যে বক্তব্য জেলা আওয়ামী লীগ সহ-সহ-সভাপতি অধ্যাপক ইউনুস আলী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল ইসলাম ঠান্ডু, উপজেলা পরিষদ চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি দীপক কুন্ডু, বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল আযম খান প্রমুখ।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে অসহায় শীতার্ত মানুষের মাঝে আনসার-ভিডিপির কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জে,,,,,,,,,,,,,, দেশের প্রান্তিক পর্যায়ের অসহায় মানুষের শীতের কষ্ট লাঘবের উদ্যোগ গ্রহণ করেছেন বাংলাদেশ …