নিজস্ব প্রতিবেদক, হিলি
বিজয় দিবস উৎযাপন উপলক্ষে হিলিতে অনুষ্টিত হলো বিজয় ফুটবল খেলা। খেলায় হাকিমপুর উপজেলা প্রশাসন একাদশ ও হিলি-হাকিমপুর পৌর মেয়র একাদশের মধ্যেকার এই খেলা গোল শুন্য ভাবে শেষ হয়। তার পরও চ্যম্পিয়ান হয়েছেন দুটি দলই।
হিলি’র হাকিমপুর সরকারি ডিগ্রী কলেজ মাঠে বিকেল ৫ টায় বিজয় ফুটবল খেলা শুরু হয়। খেলায় দুই দলে ২২ জন খেলোয়াড় অংশ গ্রহন করার কথা থাকলেও দু’দলের খেলোয়াড় সংখ্যা ছিলো শতাধিক। দু’দিকের গোল রক্ষকের সংখ্যা ছিলো ১৪ জনেরও বেশী। মাত্র ৩০ মিনিটের এই খেলা শত শত দর্শক খেলাটি উপভোগ করেন। অনেককে তাক লাগিয়ে দিয়েছে এই খেলা। খেলোয়াড়গন যখন যেদিক থেকে বল পাচ্ছেন, তখন তারা তার বিপরিত দিকে বলে লাথি মেরে থাকেন। কেউ কেউ বল হাতে ধরে অন্যত্র লাথি মারছেন। এদিকে সন্ধ্যে ঘনিয়ে আসার কারনে রেফারি খেলার ইতি টানলেন। খেলা গোল শুন্য ভাবে শেষ হওয়ার কারনে বিচারক মন্ডলী দু’দলকেই চ্যাম্পিয়ান ঘোষনা করেন। দু’লের অধিনায়ক সহ শতাধিক খেলোয়াড়গনকে একটি করে লাক্স সাবান উপহার দেওয়া হয়। সাবানের মুল্য ৪৫ টাকা।