নিউজ ডেস্ক
বীর মুক্তিযোদ্ধা সেলিম আকবর বীর প্রতীক আর নেই। মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার পারিবারিক সূত্রে এ খবর জানা গেছে।
সদ্য প্রয়াত এ মুক্তিযোদ্ধার পারিবারিক সূত্রে জানা যায়, সেলিম আকবর বীর প্রতীক বেশ কিছুদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। মঙ্গলবার (১৪ এপ্রিল) চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখা গেরিলা দল ক্র্যাক প্লাটুনের সর্ব কনিষ্ঠ সদস্য ছিলেন সেলিম আকবর। মুক্তিযুদ্ধের সময় যখন ক্র্যাক প্লাটুন-এ যোগ দেন তখন সেলিম আকবর স্কুলের শিক্ষার্থী ছিলেন। সে সময় তার অসীম সাহসিকতায় ঢাকার ধানমন্ডিতে পাকিস্তানি বাহিনীর একাধিক সৈন্য নাস্তানাবুদ হয়। সেই থেকে ধানমন্ডির নায়ক হিসেবে পরিচিতি পান বীর মুক্তিযোদ্ধা সেলিম আকবর।