নিজস্ব প্রতিবেদক, শেরপুর:
শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে বন্যহাতির মরদেহ উদ্ধার করেছে বন বিভাগ। ৭ সেপ্টেম্বর সোমবার উপজেলার নয়াবিল ইউনিয়নের কাটাবাড়ি এলাকা থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।
বন বিভাগ ও স্থানীয়রা জানান, রোববার দিবাগত রাতে একটি মাদী বয়স্ক বন্যহাতি অসুস্থ অবস্থায় মৃত্যু হয়। সোমবার ভোরে স্থানীয়রা হাতিটির মরদেহ দেখতে পেয়ে বন বিভাগকে খবর দেয়। খবর পেয়ে বন বিভাগের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করে হাতিটির ময়নাতদন্তের জন্য স্থানীয় প্রাণী সম্পদ বিভাগকে খবর পাঠায়।
মধুটিলা রেঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল করিম জানান, হাতিটির পেটের বাম সাইডে একটি ছিদ্র রয়েছে। যা দেখতে গুলির ছিদ্রের মতো মনে হয়। তবে প্রাণী সম্পদ কার্যালয়ের লোকজন সুরতহাল দেখে বয়স্কজনিত কারণে মৃত্যু হতে পারে বলে মন্তব্য করেছেন। নয়াবিল ইউপি চেয়ারম্যান ইউনুছ আলী দেওয়ান জানান, বার্ধক্যজনিত কারণে হাতিটির মৃত্যু হতে পারে।
আরও দেখুন
নন্দীগ্রামে সরিষা ফুলে মৌমাছির আনাগোনা
নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম ,,,,,,,,,,,,,,,,,আবহাওয়া অনুকূলে থাকলে চলতি রবি মৌসুমে বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় সরিষার ভালো ফলনের …