রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / শেরপুরে ৯ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

শেরপুরে ৯ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক, শেরপুর:
শেরপুরের শ্রীবর্দীতে ৯ কেজি গাঁজাসহ শহিদ (৪৫) ও ইলিয়াছ (৪৮) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে শ্রীবরদী থানা পুলিশ। ৮ জুন সোমবার রাতে উপজেলার সিংগবরুনা ইউনিয়নের সীমান্ত এলাকা পাঁচ মেঘাদলে অভিযান চালিয়ে ওই দুই ব্যসায়ীকে আটক করা হয়। আটককৃতরা হলো বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর এলাকার মোফাজ্জল হকের ছেলে শহিদ ও মমেজ উদ্দিনের ছেলে ইলিয়াছ। ৯ জুন মঙ্গলবার দুপুরে মাদক আইনে মামলা দায়ের করে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীবর্দী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন তালুকদারের নেতৃত্বে এসআই জুয়েল রানা ও এএসআই রফিক সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার সীমান্তবর্তী পাঁচ মেঘাদল গ্রামে সোমবার রাতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় ওই গ্রামের জনৈক রফিকুলের চায়ের দোকানের সামনে থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৯ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী শহিদ ও ইলিয়াছকে গ্রেফতার করা হয়। 

শ্রীবর্দী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

আরও দেখুন

নাটোরে ধর্ষণ চেষ্টায় ১ জনের আটকাদেশ

নিজস্ব প্রতিবেদক: নাটোর সদর থানার লক্ষিপুর খোলাবাড়িয়া এলাকায় শিশু(০৭) কে ধর্ষন চেষ্টায় আব্দুর রহমান(১৭)কে ১০ …