রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / পূর্ববঙ্গ / শেরপুরে ৪৫ পিছ ইয়াবাসহ দুই ব্যবসায়ী গ্রেপ্তার

শেরপুরে ৪৫ পিছ ইয়াবাসহ দুই ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, শেরপুর:
শেরপুরের ঝিনাইগাতীতে ৪৫ পিছ ইয়াবাসহ দুই ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার সন্ধ্যায় উপজেলার জোলগাঁও কাটাখালি ব্রীজ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হচ্ছে নালিতাবাড়ি উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা গ্রামের উকিল উদ্দিনের ছেলে সাদ্দাম হাসান (২৫), মৃত উসমান আলীর ছেলে হাবিবুর রহমান (৩০)।

পুলিশ সুত্রে জানা গেছে, ঘটনার দিন বিকালে শেরপুর থেকে ওই দুই ব্যবসায়ী ইয়াবা নিয়ে বাড়ি ফেরার গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিকের নির্দেশে এসআই সাইদুল ইসলাম, এএসআই আব্দুর রফিক ও আতিকুর রহমান অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এসময় পুলিশের উপস্হিতি বুঝতে পেরে দাতের সাথে থাকা ইয়াবা পানিতে ছোরে ফেলে। পরে পানি থেকে ওই ইয়াবা উদ্ধার করা হয়।  এব্যাপারে ঝিনাইগাতী থানায় একটি মামলা হয়েছে।  শনিবার পুলিশ গ্রেপ্তার কৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর ছিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আসামীরা দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা চালিয়ে আসছিল। 

আরও দেখুন

লালপুরে বিদ্যুৎস্পৃষ্টে সাংবাদিকের ছেলের মৃত্যু!

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,, নাটোরের লালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ ইসলাম (১৫) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। …