নিজস্ব প্রতিবেদক, শেরপুর:
শেরপুরের নালিতাবাড়িতে ২৯ হাজার ভারতীয় রুপিসহ ২ যুবককে গ্রেফতার করেছে বিজিবি। ২৩ আগষ্ট রবিবার সকালে উপজেলার সীমান্তে আন্ধারুপাড়া গ্রামে বুরুঙ্গা ব্রীজ সংলগ্ন তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে পার্শ্ববর্তী ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া গ্রামের নুর মোহাম্মদের ছেলে আল-আমিন (২২) ও কালাচাঁনের ছেলে জুয়েল মিয়া (২৮)। বারমারী সীমান্ত ফাঁড়ির বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র একটি টহল দল সকাল ৯ টায় অভিযান চালিয়ে বুরুঙ্গা ব্রীজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা ভারতীয় সীমান্ত এলাকা থেকে আসার পথে তাদের দেহ তল্লাশী করে মোটর সাইকেলের হেলমেটের ভিতরে লুকিয়ে রাখা ২৯ হাজার ভারতীয় রুপী ও একটি মাহিন্দ্রা ১১০সিসি মোটরসাইকেল জব্দ করা হয়।
ওই ওসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে একই গ্রামের লিটন কোচ (২৮) নামে আরেক আদিবাসী যুবক দৌড়ে পালিয়ে যায়। এব্যাপারে বারমারী বিওপি কোম্পানী কমান্ডার আলতাফ হোসেন জানান, আটককৃত ২ যুবকসহ ৩ জনের বিরুদ্ধে বিজিবি নায়েক মাহবুল ইসলাম বাদী হয়ে নালিতাবাড়ি থানায় একটি মামলা দায়েরসহ আটককৃতদের থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
আরও দেখুন
বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …