রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / পূর্ববঙ্গ / শেরপুরে ২৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

শেরপুরে ২৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, শেরপুর:
শেরপুরের ঝিনাইগাতীতে ২৭০ পিস ইয়াবাসহ স্বপন মিয়া (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, জামালপুর। স্বপন মিয়া পার্শ্ববর্তী শ্রীবরদী উপজেলার হালুয়াহাটি গ্রামের ছমির উদ্দিনের ছেলে।

১৪জুলাই মঙ্গলবার সন্ধ্যায় র‌্যাব-১৪, জামালপুরের কোম্পানী কমান্ডার পুলিশ সুপার তোফায়েল আহমেদের নেতৃত্বে  র‌্যাবের একটি দল ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের তাওয়াকুচা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার নিকট থেকে ২৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত হয় অভিযানটি। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের মূল্য প্রায় ৮১ হাজার টাকা। এব্যাপারে ঝিনাইগাতী থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত স্বপন মিয়া দীর্ঘদিন যাবত সীমান্ত এলাকায় অবাধে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর ছিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …