শুক্রবার , জানুয়ারি ৩ ২০২৫
নীড় পাতা / পূর্ববঙ্গ / শেরপুরে স্কুল ছাত্রী অপহরণের অভিযোগে যুবক গ্রেফতার

শেরপুরে স্কুল ছাত্রী অপহরণের অভিযোগে যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, শেরপুর:

শেরপুরে স্কুল ছাত্রী অপহরণের অভিযোগে মারুফ (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। একই সাথে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়েছে। ৬ জুন শনিবার ওই স্কুলছাত্রীকে উদ্ধার ও মারুফকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মারুফ শেরপুর সদর উপজেলার পাকুরিয়া খামারপাড়া গ্রামের ফরহাদ হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে শেরপুর শহরের কসবা মহল্লার ওই স্কুলছাত্রীকে ৪ জুন বৃহস্পতিবার কৌশলে তার বাড়ি থেকে অপহরণ করে। পরে ওই স্কুলছাত্রীকে ময়মনসিংহ শহরের একটি বাসায় আটকে রাখে। ওই ঘটনায় স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে শেরপুর সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

ওই অভিযোগের প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে স্কুলছাত্রীকে উদ্ধার ও মারুফকে গ্রেপ্তার করে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রবিবার গ্রেফতারকৃত মারুফকে আদালতে সোপর্দ করা হয়েছে। ওই স্কুলছাত্রীকে শেরপুর জেলা সদর হাসপাতালে ডাক্তারি পরিক্ষা করা হয়েছে।

আরও দেখুন

“ধূমপানমুক্ত হোটেল-রেস্তোরাঁ চান ময়মনসিংহ বিভাগের রেস্তোরাঁ মালিকরা”

নিজস্ব প্রতিবেদক: হোটেল-রেস্তোরাঁয় শিশু-নারী ও বৃদ্ধদের জন্য সুস্থ পরিবেশ নিশ্চিত করতে হলে সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইনটি …