রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / টপ স্টোরিজ / শেরপুরে যাত্রী ধর্ষণ চেষ্টা

শেরপুরে যাত্রী ধর্ষণ চেষ্টা


নিজস্ব প্রতিবেদক, শেরপুর:
শেরপুরের যাত্রী ধর্ষণ চেষ্টার অভিযোগে আল হেলাল (৩২) নামে এক ইজিবাইক চালককে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছে শেরপুরের জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত। ২জুন মঙ্গলবার আদালত এ নির্দেশ দেন। আল হেলাল শেরপুর সদর উপজেলার কানাশা খোলা গ্রামের বিল্লাল হোসেনের ছেলে।          

পুলিশ ও স্বানীয়বাসিন্দারা জানান,১জুন সোমবার সন্ধ্যায় আল হেলাল নবীনগর বাসটার্মিনাল থেকে তার ইজিবাইকে যাত্রী নিয়ে খোয়ারপাড় এলাকায় নামিয়ে দেয়। এসময় ওই ইজিবাইকে  থাকা ঝিনাইগাতী উপজেলার বানিয়াপাড়া গ্রামের এক যুবতী (২০) কালিবাড়ি বাজারে আসার ইচ্ছা পোষণ করলে ইজিবাইক চালক অন্য যাত্রীদের নামিয়ে দিয়ে ওই যুবতীকে নিয়ে কালীবাড়িতে রওনা দেয়। সন্ধ্যার পর কালীবাড়ি বাজারের কাছাকাছি এসে ইজিবাইক চালক আল হেলাল ওই যুবতী যাত্রীকে ধর্ষণের চেষ্টা করে। এসময় স্হানীয় লোকজন তাকে আকট করে। খবর পেয়ে থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে করে। এব্যাপারে  ওই যুবতী বাদী হয়ে ঝিনাইগাতী থানায় একটি মামলা দায়ের করে।        

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সরোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত ইজিবাইক চালক আল হেলালকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

আরও দেখুন

লালপুরে বিদ্যুৎস্পৃষ্টে সাংবাদিকের ছেলের মৃত্যু!

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,, নাটোরের লালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ ইসলাম (১৫) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। …