রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / পূর্ববঙ্গ / শেরপুরে বিদ্যুৎপৃষ্টে এক শ্রমিকের মৃত্যু

শেরপুরে বিদ্যুৎপৃষ্টে এক শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, শেরপর:
শেরপুরের নালিতাবাড়ীতে বিদ্যুৎপৃষ্টে আলামিন (২২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে, নালিতাবাড়ী উপজেলার হালুয়াঘাট রোড শেহড়াতলী চৌরাস্তা নামক এলাকায়।  ঘটনাস্থলেই মৃত্যু হয় লোড শ্রমিক আলামিনের । নিহত আলামিন নকলা সদর ইউনিয়নের সতর কোনা গ্রামের আব্দুল মতিনের ছেলে।

নালিতাবাড়ী থানা পুলিশ ও এলাকাবাসী জানায়, ২৮ জুন রবিবার রাত নয়টার দিকে নালিতাবাড়ী উপজেলার শেহড়াতলী এলাকার জনৈক কৃষকের কাছ থেকে খড় ক্রয় করে ট্রাকে বোঝাইয়ের পর রাত নয়টার দিকে গন্তব্যে যাওয়ার জন্য নালিতাবাড়ীর শহরের দিকে আসছিল। এ সময় শ্রমিক আলামিন ছাদে বোঝাই করা খড়ের উপর বসা ছিল। পৌর শহরে প্রবেশ পথে  শেহড়াতলী চৌরাস্তা মোড়ে এলে রাস্তার উপরে আড়াআড়ি ভাবে থাকা পল্লী বিদ্যুতের হাই ভোল্টেজের তারে স্পৃষ্টে  ঘটনাস্থলেই  মৃত্যু হয় আলামিনের। এ সময় ঢাকা মেট্রো ট-১৪-৯৪১৪ নং একটি  ট্রাক রেখে পালিয়ে যায় ট্রাক ড্রাইভার।

থানা পুলিশ ট্রাকের ছাদ থেকে নিহতের লাশ উদ্ধার করে ট্রাকসহ থানায় নিয়ে আসে। নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …