নিজস্ব প্রতিবেদক, শেরপুর:
শেরপুরের শ্রীবরদীতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিক ২ সহোদরের মৃত্যু হয়েছে। ২০ আগষ্ট বৃহস্পতিবার উপজেলার তাতিহাটি ইউনিয়নের চেয়ারম্যান আসাদুল্লাহ বিল্লালের বাড়িতে ওই দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে চককাউরিয়া গ্রামের নিজাম উদ্দিনের ছেলে সাহেব আলী (৩৫) ও তার ছোট ভাই রবিউল ইসলাম (৩০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ওই বাড়িতে বাথরুমের পিলার ঢালাইয়ের কাজ চলছিল। সাহেব আলী ও রবিউল ইসলামসহ ৩ শ্রমিক রডের খাঁচা গর্তে নামানোর সময় পাশের ঘরের টিনের চালে রডের খাঁচা বিদ্যুতের তারে স্পর্শ হলে ওই ৩ শ্রমিক গুরুত্বরভাবে আহত হয়। পরে আহতদের শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক সাহেব আলী ও রবিউলকে মৃত ঘোষণা করেন। শ্রীবরদী থানার এসআই সুমন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরও দেখুন
লালপুরে বিদ্যুৎস্পৃষ্টে সাংবাদিকের ছেলের মৃত্যু!
নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,, নাটোরের লালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ ইসলাম (১৫) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। …