নিজস্ব প্রতিবেদক
বগুড়ার শেরপুরে বন্দুক যুদ্ধে সিংড়া উপজেলার বামিহাল গ্রামের রজব আলীর ছেলে আফজাল (৫০) নিহত হয়েছে। সে স্থানীয় আওয়ামী লীগের একজন কর্মী। বুধবার ভোরে উপজেলার ভবানীপুর বাজারের পূর্বপাশের ব্রিজের ওপর এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান, একটি পাইপ গান এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে।
বগুড়া জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, উপজেলার ভবানীপুর বাজারের পাশে দু’দলের মধ্যে গোলাগুলি হচ্ছে এমন সংবাদ পেয়ে শেরপুর থানার ওসি হুমায়ুন কবিরের নেতৃত্বে পুলিশের একটি টহল দল সেখানে যায়। পুলিশ সেখানে গিয়ে আফজালের মরদেহ পড়ে থাকতে দেখে। পরে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সনাতন চক্রবর্তী ও শেরপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমানও সেখানে যান।
উল্লেখ্য সিংড়া এবং বগুড়াসহ আফজাল এর বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অস্ত্র মামলাসহ ২০টি মামলা রয়েছে।
আরও দেখুন
নন্দীগ্রামে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,, কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদ্যে বগুড়ার নন্দীগ্রামে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার …