নীড় পাতা / আইন-আদালত / শেরপুরে প্রতিপক্ষের আঘাতে বৃদ্ধার মৃত্যু

শেরপুরে প্রতিপক্ষের আঘাতে বৃদ্ধার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, শেরপুর:
শেরপুরে প্রতিপক্ষের আঘাতে লেবুজা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ঘটনানাটি ঘটে, ১৩ সেপ্টেম্বর দুপুরে শেরপুর সদর উপজেলার চক আন্দারিয়া গ্রামে। নিহত লেবুজা বেগম ওই গ্রামের গুলমামুদের স্ত্রী।

এলাকাবাসী ও থানা পুলিশ জানায়, ওইদিন দুপুরে গুলমামুদ ও নুর ইসলাম দুই সহোদরের   পরিবারের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঝগড়া হয়। এ সময় নুর ইসলামের ছেলে সুজন মিয়া বৃদ্ধা চাচী লেবুজা বেগমকে ধাক্কা দিলে ঘটনা স্থলে পরে তার মৃত্য হয়। খবর পেয়ে সদর থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। এ সময় রুবেল (২৬) নামে একজনকে গ্রেফতার করে।

সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ব্যপারে মামলার প্রস্তুতি চলছে।

আরও দেখুন

৪০ বছর ইমামতির অবসান, ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায় পেলেন ইমাম জিল্লুর রহমান

নিজস্ব প্রতিবেদক লালপুর………………………নাটোরের লালপুরে ৪০ বছর ইমামতির দায়িত্ব পালন শেষে মসজিদের পেশ ইমাম জিল্লুর রহমানকে …