রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / পূর্ববঙ্গ / শেরপুরে পৃথক ঘটনায় ২ শিশুর মৃত্যু

শেরপুরে পৃথক ঘটনায় ২ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, শেরপুর:
শেরপুরের নালিতাবাড়ীতে পুকুরের পানিতে ডুবে পলি রানী বর্মণ নামে দের বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে, ১৯ জুলাই উপজেলার নয়াবিল ইউনিয়নের ভটপুর গ্রামে। নিহত পলি রানী বর্মণ ওই গ্রামের কৃষক কাজল বর্মনের মেয়ে। 

স্থানীয়রা জানায়, রোববার সকাল ১১ টায় পলি রানী খেলার ছলে সবার অজান্তে বাড়ির পাশে থাকা পুকুরে পড়ে মৃত্যু হয়। হঠাৎ পলিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে তার লাশ ভাসতে দেখা যায়। পরে পরিবারের সদস্যরা পলিকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নালিতাবাড়ী সার্কেল সহকারী পুলিশ সুপার জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

অপরদিকে শ্রীবরদী উপজেলায় প্রাইভেটকার চাপায় মোয়াস নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার সকালে শ্রীবরদী পৌরসভার পোড়াগড় মহল্লায় এ ঘটনা ঘটে। নিহত শিশু মোয়াস ওই মহল্লার মিজানুর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ জানায়, রাস্তার সাথে বাড়ি থাকায় মোয়াস বাড়ি থেকে রাস্তা পার হওয়ার সময়, ভায়াডাঙ্গা দিক থেকে আসা একটি প্রাইভেটকার তাকে চাপা দেয়। এসময় মোয়াজ গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোয়াজকে মৃত ঘোষণা করেন।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রহুল আমিন তালকুদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও দেখুন

চট্টগ্রামে ”উন্নত সংযোগের মাধ্যমে চট্টগ্রামের উন্নয়ন: সম্ভাবনা এবং চ্যালেঞ্জ” শীর্ষক একটি সেমিনারে অনুষ্ঠিত

নিউজ ডেস্ক:চট্টগ্রামে “উন্নত সংযোগের মাধ্যমে চট্টগ্রামের উন্নয়ন: সম্ভাবনা এবং চ্যালেঞ্জ” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। …