রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / টপ স্টোরিজ / শেরপুরে পৃথক ঘটনায় ২ জনের মৃত্যু

শেরপুরে পৃথক ঘটনায় ২ জনের মৃত্যু


নিজস্ব প্রতিবেদক, শেরপুর:
শেরপুরে পানিতে ডুবে নাফিজা (৪) নামে এক শিশু নানার বাড়ি বেড়াতে এসে মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে ৩ আগষ্ট সোমবার দুপুরে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের ভালুকা গ্রামে। নাফিজা শ্রীবরদী উপজেলার চৈতাজানি গ্রামের নুরুল ইসলামের মেয়ে। ঈদে বাবা মার সাথে নানা নুর মোহাম্মদের বাড়ি বেড়াতে এসে অন্যান্য শিশুদের সাথে পুকুরে গোসল করার সময় পানিতে ডুবে গুরুতরভাবে আহত হয়। পরে উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

অপরদিকে নালিতাবাড়ি উপজেলার সমশ্চুড়া এলাকায় বজ্রপাতে জিয়াউর রহমান (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে সোমবার বিকাল ৪টায় সমশ্চুড়া বাজার এলাকায়। জিয়াউর রহমান ওই গ্রামের দুদু মিয়ার ছেলে।

স্হানীয় বাসিন্দারা জানান, জিয়াউর রহমান বিকাল ৪ টায় বাজার থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতে গুরুতরভাবে আহত হয়। আহত জিয়াউর রহমানকে ঝিনাইগাতী উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর ছিদ্দিক ও নালিতাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহম্মেদ বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …