রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / টপ স্টোরিজ / শেরপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

শেরপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, শেরপুর:
শেরপুরের ঝিনাইগাতীতে পুকুরের পানিতে ডুবে আবু সোয়াইব নামে দের বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে, ৪ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে উপজেলার নলকুড়া ইউনিয়নের দক্ষিণ ডেফলাই গ্রামে। আবু সোয়াইব ওই গ্রামের কাঠমিস্ত্রি শাহীন তালুকদারের ছেলে।

এলাকাবাসী জানায়, ওইদিন বিকেলে সোয়াইবের মা সাংসারিক কাজকর্ম করছিলেন, হঠাৎ ছেলেকে দেখতে না পেয়ে খোঁজাখোঁজির এক পর্যায় বাড়ীর সামনে পুকুড় থেকে  সোয়াইবকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

ঝিনাইগাতী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

আরও দেখুন

নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …