বৃহস্পতিবার , ডিসেম্বর ২৬ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / শেরপুরে পানিতে ডুবে কিশোরীর মৃত্যু

শেরপুরে পানিতে ডুবে কিশোরীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, শেরপুর:
শেরপুরের শ্রীবরদীতে বিলের পানিতে ডুবে এক কিশোরীর মৃত্যু হয়েছে। ১২ জুন শুক্রবার দুপুরে উপজেলার ভেলুয়া ইউনিয়নের শিমূলচড়া গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত জোসনা খাতুন (১২) ভেলুয়া ইউনিয়নের শিমূলচুড়া গ্রামের হাছেন আলীর কন্যা।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে জোসনা ও তার খেলার সাথীরা মিলে বাড়ির পাশের ডুবা ডাঙ্গা বিলে গোসল করতে যায়। পরে জোসনা বিলের পানিতে ডুবে যায়। জোসনার খেলার সাথীরা বাড়িতে গিয়ে খবর দিলে বাড়ির লোকজন বিলের পানি থেকে জোসনাকে উদ্ধার করে শ্রীবরদী  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত ডাক্তার জোসনাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন তালুকদার বলেন, এ বিষয়ে নিহতর মা আয়শা বেগম বাদী হয়ে শ্রীবরদী থানায় অপমৃত্য মামলা দায়ের করেছে।

আরও দেখুন

নাটোরে ধর্ষণ চেষ্টায় ১ জনের আটকাদেশ

নিজস্ব প্রতিবেদক: নাটোর সদর থানার লক্ষিপুর খোলাবাড়িয়া এলাকায় শিশু(০৭) কে ধর্ষন চেষ্টায় আব্দুর রহমান(১৭)কে ১০ …