রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / শেরপুরে পঞ্চম শ্রেণীর ছাত্রী ধর্ষণের ঘটনা ধামাচাপা দেয়ার পাঁয়তারা

শেরপুরে পঞ্চম শ্রেণীর ছাত্রী ধর্ষণের ঘটনা ধামাচাপা দেয়ার পাঁয়তারা

নিজস্ব প্রতিবেদক, শেরপুর
শেরপুরের ঝিনাইগাতীতে ধর্ষণের শিকার হল স্কুল ছাত্রী (১২)। ধর্ষিতা উপজেলার হাতিবান্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী ও একই গ্রামের দিন মজুর হাবিবুর রহমানের  কন্যা। ঘটনাটি ঘটে ১২ আগষ্ট বুধবার রাতে। ধর্ষিতা স্কুল ছাত্রী জানায়, ঘটনার রাত ৮ টায় প্রতিবেশী আবু হাসেমের ছেলে বখাটে আবু হুরাইয়া (১৬) কৌশলে ঐ স্কুল ছাত্রীকে বাড়ি থেকে ডেকে নিয়ে আসে। পরে জোর পূর্বক বাড়ির সামনে একটি ঝোঁপের ভিতর নিয়ে তাকে ধর্ষন করে। এসময় ধর্ষিতার ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ধর্ষক আবু হুরাইয়া পালিয়ে যায়। অভিযোগ রয়েছে এ ঘটনাকে পুঁজি করে স্থানীয় একটি কুচক্রী মহল ধর্ষকের পরিবারের কাছ থেকে হাতিয়ে নেয় মোটা অংকের অর্থ। তারা ঘটনাটি ধামাচাপা দেয়ার পাঁয়তারা করে আসছে। ফলে এ রিপোর্ট লেখা পর্যন্ত গত ৫ দিনেও কোন মামলা মোকদ্দমা হয়নি। ওই গ্রামের ইউপি সদস্য শাহিন মিয়া জানান, ঘটনাটি মিমাংসা করার জন্য ধর্ষক হুরাইয়ার পরিবারের পক্ষ থেকে তাকে ডাকা হয়েছিল। কিন্তু ঘটনাটি মীমাংসার যোগ্য নয় বলে তিনি সারা দেননি। হাতিবান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন দোলা বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। তবে এ বিষয়ে কেউ তার কাছে কোন অভিযোগ করতে আসেননি।

আরও দেখুন

লালপুরে বিদ্যুৎস্পৃষ্টে সাংবাদিকের ছেলের মৃত্যু!

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,, নাটোরের লালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ ইসলাম (১৫) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। …